6/recent/ticker-posts

পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল

 

#প্রিয়চিত্রসাথী নিউজ💐
স্টাফ রিপোর্টার : জম্মু-কাশ্মীরের পেহেলেগাঁও এ নির্বিচারে পর্যটকদের হত্যার প্রতিবাদ সহ দেশ ও রাজ্যের সম্প্রীতি বজায় রাখতে বৃহস্পতিবার অপরাহ্নে  রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে মৌন মিছিল বের করা হয় । এই মিছিলের নেতৃত্বে ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকার এবং ওয়ার্ডের সভাপতি অভিজিৎ রায় সহ সকল ধর্মের মানুষ এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন গুণী নাগরিকরা। সর্ব ধর্মের ধর্মগুরুরা এই মিছিলের পুরো ভাগে ছিলেন। মৌন মিছিলের সামনে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হিন্দু-মুসলিম সম্প্রীতি বজায় রাখতে  এই মিছিল থেকে বিশেষ বার্তা দেন কাউন্সিলার মিলন সরকার। সেই সঙ্গে তিনি  দেশের সরকারের কাছে দাবি করেন  যারা পর্যটকদের নির্বিচারে গুলি করে হত্যা করল  তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। পাকিস্তান মদনপুষ্ট জঙ্গিদের উপর যথেষ্ট ব্যবস্থা নিতে  ভারত সরকারের যা করার অবিলম্বে তা করা হোক এবং এই ঘটনার পর থেকে রাজ্যের বিরোধী দলনেতার উস্কানিমূলক বক্তব্যের কারণে  বাংলার বাংলার সম্প্রতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন মিলন সরকার। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান মৌল মিছিল শেষে। সংবিধান অনুযায়ী আর সমুদ্র হিমাচল ভারতবর্ষে হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। কিন্তু সেই বাতাবরণ নষ্ট করার চেষ্টা চলছে একশ্রেণীর মানুষের উস্কানিমূলক বক্তব্যে। এই ধরনের ঘটনা অবাঞ্চনীয় বলে মনে করেন কাউন্সিলর। সোনারপুর দক্ষিণের বিধায়ক অরুন্ধতী লাভলী মৈত্রের নির্দেশে এবং রাজপুর -সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কান্তি দাস এর ঐকান্তিক  সহযোগিতায় ২১ নম্বর ওয়ার্ডে এই মিছিল এগিয়ে নিয়ে যান কাউন্সিলর মিলন সরকার এবং সভাপতি অভিজিৎ রায়। সম্প্রীতির বাতাবরণ  তৈরীর পাশাপাশি  সর্ব ধর্মের মানুষকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দেন অভিজিৎ রায়।

Post a Comment

0 Comments