6/recent/ticker-posts

কলকাতায় 'ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স (IAP)এর ৬৩তম জাতীয় সম্মেলন PDICON26




#প্রিয়চিত্রসাথী নিউজ💐
আজকাল আমরা প্রায় সকলেই জানি যে শিশুর জন্মের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়া উচিৎ। এটি শিশুর বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ছয় মাসের পর থেকে শিশুকে মায়ের দুধের সঙ্গে উপযুক্ত সহায়ক খাবার খাওয়ানো শুরু করতে হয়। বয়স অনুপাতে প্রয়োজনীয় পুষ্টিকর উপযুক্ত পরিমাণ খাদ্যের সঙ্গে দুই বছর পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো যেতে পারে। কিন্তু আমাদের দেশে হাসপাতাল বা বাড়ির বাস্তব পরিস্থিতি অনেক সময়েই আলাদা হয়ে যায়। আমাদের দেশের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS)-এর সাম্প্রতীক এক সমীক্ষায় জানা গেছে এদেশে শিশু ভূমিষ্ঠ হবার পর টানা ৬ মাস মাতৃদুগ্ধ পান করান হয় ৬৩.৭ শতাংশ শিশুকে। প্রিম্যাচিওর শিশুদের সুস্থ স্বাভাবিক করার জন্যে মায়ের দুধই সেরা। মা ও পরিবারের মানুষজনের সচেতনতার অভাবে বাকি সদ্যোজাতদের ফর্মূলা দুধ খাওয়ানোর প্রচলন এখনও কমেনি।  বিভিন্ন কারণে এখনও বহু শিশু কে পুষ্টির জন্য জল ও অন্যান্য খাবার খাওয়ান হয়।
শিশু বিশেষজ্ঞদের সংগঠন ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স (IAP)এর ৬৩তম জাতীয় সম্মেলন PDICON26 কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের অন্যতম বিষয় ব্রেস্ট ফিডিং  নিয়ে সচেতনতা বৃদ্ধি ও এবিষয়ে নার্সদের প্রশিক্ষণ। এবিষয়ে পরিকল্পনা সফল করতে IAP, প্রধান প্রেসিডেন্সিয়াল ইনিশিয়েটিভ হিসাবে একটি অ্যাকশন প্ল্যান প্রকাশ করেছে। এই পরিকল্পনার সর্বোচ্চ নেতৃত্বে থাকছেন সভাপতি ডা. নিলম মোহন।
 IAP  অ্যাকশন প্ল্যান - INSPIRE মডিউল  (Innovetion in Science Pursuit for inspired research) একটি দেশব্যাপী জাতীয় পরিকল্পনা। দেশ জুড়ে সদ্যজাত ও শিশুদের দায়িত্বে থাকা নার্সদের সঠিক সময়ে শিশুদের অসুখ নির্নয় করা ও জীবনদায়ী চিকিৎসায় সাহায্যের বিষয়ে প্রশিক্ষিত করে তোলাই এই পরিকল্পনার লক্ষ্য।
 এই প্ল্যানের অঙ্গ হিসাবে  IAPর প্রতিটি রাজ্য ও শহর শাখাকে বছরে চার পাঁচটি এই ধরণের ওয়ার্কশপ করতে আহ্বান করা হয়েছে। এর ফলে প্রতি বছরে প্রায় পাঁচ হাজার নার্স এই বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে উঠবেন। 
 আসলে দেশের অসুস্থ ও অপুষ্ট শিশুদের নিরাময় ও যথাযথ যত্নের জন্য দেশের নার্সদের সঠিকভাবে প্রশিক্ষিত করে তোলাই এই প্রকল্পের মুল লক্ষ্য। 
জাতীয় পর্যায়ে  ন্যাশানাল কনভেনর হিসাবে এই  INSPIRE প্রকল্পের সর্বোচ্চ দায়িত্বে আছেন মুম্বাইএর শিশু চিকিৎসক ডা। জেশাল শেঠ। প্রকল্প রূপায়ণে তাঁকে সাহায্য করছেন কলকাতার ডা। অগ্নিমিত্রা গিরি, অন্যান্য রাজ্যের ডা. মুথাইয়া পেরিকুপান, ডা. পুণম যোশী বা ডা. মঞ্জু কেদারনাথের মতো  চিকিৎসক ও সিনিয়ার নার্সিং অফিসার স্থানীয় আয়োজকরা। সামগ্রিক শিশু স্বাস্থ্য উন্নতির এই জাতীয় প্রকল্পকে সফল করতে তাঁরা দেশ জুড়ে সফর শুরু করছেন।
এই প্রকল্পের অঙ্গ হিসাবে কলকাতার সল্টলেক ইএসআই এমবি স্কিমের অফিসে আয়োজিত প্রকল্পের প্রথম ওয়ার্কশপের  উদ্বোধনী অনুষ্ঠান ও এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সভাপতি ডা. নিলম মোহন, PDICON26এর কার্যকরী সভাপতি ডা. স্বপন পাত্র, কার্যকরী সম্পাদক ডা. অতনু ভদ্র, ইএসআই এমবি স্কিমের অফিসে  ডা. তন্ময় চক্রবর্তি, ডেপুটি ডাইরেক্টর (মেডিক্যাল) ডা. অমিত ভট্টাচার্য্য প্রমুখ শিশু চিকিৎসকবৃন্দ।

Post a Comment

0 Comments