6/recent/ticker-posts

পশ্চিমবঙ্গ মারোয়ারি সম্মেলন শিক্ষা কোষের ৩৬তম স্টাইপেন্ড বিতরণ অনুষ্ঠান

#প্রিয়চিত্রসাথী নিউজ💐
কলকাতা, ২৭ জানুয়ারি ২০২৬:
পশ্চিমবঙ্গ মারোয়ারি সম্মেলন শিক্ষা কোষ মহাজাতি সদন, কলকাতায় শিক্ষার প্রসার ও ছাত্রকল্যাণের উদ্দেশ্যে এক সম্মানজনক ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে তাদের ৩৬তম স্টাইপেন্ড বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় বিধায়ক শ্রী বিবেক গুপ্ত এবং ভারত সেবাশ্রম সংঘের মাননীয় সাধারণ সম্পাদক স্বামী বিশ্বত্মানন্দ, যাঁরা যৌথভাবে অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন।

এই উদ্যোগের মাধ্যমে ৪৮টি বিদ্যালয়ের প্রায় ৪৬৩ জন শিক্ষার্থী উপকৃত হয়, যা বিদ্যালয়ছুট রোধ করা এবং যোগ্য শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে শিক্ষা কোষের মূল লক্ষ্যকে আরও শক্তিশালী করে।

স্বাগত ভাষণ দেন পশ্চিমবঙ্গ মারোয়ারি সম্মেলন শিক্ষা কোষের সভাপতি শ্রী ব্রহ্মানন্দ আগরওয়াল, যিনি শিক্ষার উন্নয়ন ও সামাজিক দায়িত্বের ক্ষেত্রে সংস্থার দীর্ঘদিনের কাজের কথা তুলে ধরেন এবং বলেন যে শিক্ষা একটি শক্তিশালী ও সকলকে সঙ্গে নিয়ে চলা সমাজ গঠনের প্রধান ভিত্তি।

শ্রী মনীশ বাজাজ শিক্ষা কোষের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের শিক্ষার্থীদের সহায়তায় সংস্থার ধারাবাহিক প্রচেষ্টার কথা জানান। অনুষ্ঠানের শেষে শ্রী কৃষ্ণ কুমার লোহিয়া ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অতিথি, দাতা ও আয়োজকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শ্রী সজন কুমার বানসাল, শ্রী কুঞ্জ বিহারী আগরওয়াল, শ্রী বিষম্ভর নেয়ার, শ্রী শঙ্কর লাল গুপ্ত, শ্রী কেশব বুবনা, শ্রী নারায়ণ প্রসাদ ডালমিয়া, শ্রী রতন শাহ, শ্রী নির্মল কুমার আগরওয়াল এবং শ্রী সরোজ কুমার আগরওয়াল, যাঁদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা ও উৎসাহ আরও বাড়িয়ে তোলে।

এই অনুষ্ঠানটি আবারও পশ্চিমবঙ্গ মারোয়ারি সম্মেলন শিক্ষা কোষের শিক্ষার উন্নয়নের প্রতি অটল অঙ্গীকারকে তুলে ধরেছে এবং শিক্ষার্থীদের জন্য আরও উজ্জ্বল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।

Post a Comment

0 Comments