6/recent/ticker-posts

বইমেলার আগেই দেব সাহিত্য কুটীর এর ৩৭ টি গ্রন্থ প্রকাশিত হল কলকাতা প্রেসক্লাবে

#প্রিয়চিত্রসাথী নিউজ💐
গোপাল দেবনাথ : কলকাতা, ১৬ জানুয়ারি, ২০২৬। আর মাত্র কয়েকদিন পরেই ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে। এই বইমেলাকে কেন্দ্র করে বাংলার ১৬৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা দেব সাহিত্য কুটীর প্রকাশ করল ৩৭টি নানান বিষয়ের গ্রন্থ। উত্তম কুমারের শতবর্ষ উপলক্ষে প্রকাশিত হল হারিয়ে যাওয়া দিনগুলি মোর, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অঞ্জলি, দীপঙ্কর বিশ্বাসের নতুন ঠাকুমার ঝুলি, ছবিতে ছোটদের মহাভারত, বিলির বুট (২) এছাড়াও আরো ৩২টি নানান স্বাদের গ্রন্থ। এদিনের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড.গৌরী দে, শুকতারা'র সম্পাদক এবং ম্যানেজিং ডিরেক্টর শ্রী রাজর্ষি মজুমদার, নবকল্লোল এর সম্পাদক ও ডিরেক্টর শ্রীমতি রাজিকা মজুমদার, লেখক ও চিকিৎসক রবীন চক্রবর্তী, লেখক হিমাদ্রীকিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়,জয়দীপ চক্রবর্তী, চঞ্চল কুমার ঘোষ, মনোজিৎ গাইন, প্রসূন ব্যানার্জি, ডাক্তার সুদীপ চৌধুরী, ডাক্তার সিদ্ধার্থ ঘোষ, লেখিকা সুদীপা চৌধুরী সহ বিশিষ্ট লেখক ও সাহিত্যিকগণ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নাঞ্জন গোস্বামী।

Post a Comment

0 Comments