6/recent/ticker-posts

কড়াখবরের পক্ষ থেকে কলম সৈনিক সম্মান প্রদান করা হল সাংবাদিক বন্ধুদের

#প্রিয়চিত্রসাথী নিউজ💐
নিঃসঃ---  2 রা মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা  দিবস উপলক্ষ্যে জনপ্রিয় সংবাদপত্র কড়াখবরের পক্ষ থেকে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে এক আলোচনাচক্র ও সাংবাদিকদের কলম সৈনিক সম্মান প্রদান করা হোল। এই উপলক্ষ্যে এদিন উপস্থিত ছিলেন উদ্বোধক স্বামী আত্মবোধানন্দজী মহারাজ সম্পাদক বিশ্ববাণী (রামকৃষ্ণ বেদান্ত মঠের মুখপত্র)। এছাড়াও প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন প্রেসক্লাব কলকাতার সম্পাদক কিংশুক প্রামাণিক। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্য সাংবাদিক আনন্দ বাজার পত্রিকা শ্যামলেন্দু মিত্র, ডানকুনি প্রেসক্লাবের সভাপতি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়,রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক ও পরিবেবিদ সোমেন্দ্রমোহন ঘোষ, শিক্ষাবিদ মলয় কুমার পাল,আর্যভট্ট ফাউন্ডেশন এর সভাপতি অনিমেষ শাস্ত্রী, রতন ব্যানার্জী রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার ভোলা সামুই সহ অন্যান্যরা।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী রিমি দে পাত্র। এদিনের আলোচনাচক্রের বিষয় ছিল " সংবাদপত্র কি সত্যিই স্বাধীন? " 
স্বাগত ভাষণে পত্রিকার সম্পাদক সাংবাদিক কৃষ্ণ প্রসাদ পাত্র আলোচনার মূল সুরটি বেঁধে দেন।প্রত্যেকের বক্তব্যে সংবাদপত্রের স্বাধীনতা কিভাবে খর্ব হচ্ছে তাই ভেসে ওঠে।এদিনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল যাঁরা নিরলসভাবে নিজেদের জীবন বিপন্ন করে সংবাদ সংগ্রহ করেন তাঁদের কলম সৈনিক সম্মান প্রদান করা।এদিন কড়াখবরের পক্ষ থেকে 35 জন সাংবাদিক ও শিক্ষাবিদ এবং সাহিত্যিকদের কলম সৈনিক সম্মানে মানপত্র ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়।এছাড়াও সমাজে যাঁরা নিভৃতে থেকে নীরবে সমাজসেবা করে যাচ্ছেন তাঁদের মধ্যে থেকে কয়েক জন বিশিষ্ট ব্যক্তিদের এদিন মানব মিত্র সম্মান প্রদান করা হোল। সব মিলিয়ে এদিনের অনুষ্ঠান মঞ্চ ছিল সমাজকে অনুপ্রাণিত করার এক জ্বলন্ত প্রয়াস।

Post a Comment

0 Comments