6/recent/ticker-posts

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী ২২ জানুয়ারি উদ্বোধন


 
 
 #প্রিয়চিত্রসাথী নিউজ💐
আর মাত্র ১০ দিন পরেই, শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী ২২ জানুয়ারি ২০২৬ বিকেল ৪টেয় বইমেলা প্রাঙ্গণে।  উদ্বোধক ও প্রধান অতিথি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবছরের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার মাননীয় রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের কবি, সাহিত্যিক, গুণিজন ও মাননীয় মন্ত্রীবর্গ ।
 
এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশেষ উল্লেখনীয় বিষয় -
 
১। সব মিলিয়ে মেলায় অংশগ্রহণকারীর সংখ্যা ১০০০ এর বেশি ।
 
২। সিনিয়র সিটিজেন দিবস ‘চিরতরুণ’ উদ্‌যাপিত হবে ৩০ জানুয়ারি। বইমেলায় শিশু দিবস উদ্‌যাপন হবে ১ ফেব্রুয়ারি।
 
৩। ৯টি তোরণের মধ্যে দুটি হচ্ছে আর্জেন্টিনার স্থাপত্যর আদলে। কিছুদিন আগে যাঁরা প্রয়াত হয়েছেন, প্রফুল্ল রায় এবং প্রতুল মুখোপাধ্যায়ের নামে থাকছে দুটি তোরণ। সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি তোরণ থাকছে তাঁর নামাঙ্কিত। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন হচ্ছে কবি রাহুল পুরকায়স্থর নামে। জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী ময়ুখ চৌধুরীর নামে থাকবে বইমেলার শিশু মণ্ডপ।
 
৪। ভূপেন হাজারিকা এবং সলিল চৌধুরীর জন্মশতবর্ষ আলোচনাসভা ও সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে উদ্‌যাপিত হবে যথাক্রমে ২৬ ও ২৭ জানুয়ারি।
 
৫। এবছরই বইমেলা প্রাঙ্গণে মেট্রো রেলের মাধ্যমে হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে সরাসরি পৌঁছোন যাবে। ফলে, আশা করা যায় এবারে বইমেলায় অন্যান্য জেলার আরও অনেক বেশি সংখ্যক মানুষ আসবেন মেট্রোর মাধ্যমে। আমাদের অনুরোধে মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন মেলার দিনগুলোয় আরও বেশি সংখ্যক মেট্রো চালানোর, রাত প্রায় ১০টা পর্যন্ত মেট্রো চালাবার এবং ছুটির দিনেও এই পরিষেবা চালু রাখার। এবারের বইমেলা প্রাঙ্গণে থাকবে মেট্রোর একটি বিশেষ বুথ যেখান থেকে UPI এর মাধ্যমে সরাসরি টিকিট কাটা যাবে।
 
৬। আন্তর্জাতিক কলকাতা বইমেলার অ্যাপের মাধ্যমে গুগল লোকেশন মারফত মেলার মধ্যে যে কোনো স্টল খুঁজে পাওয়ার সুবিধা থাকবে। এছাড়াও আন্তর্জাতিক কলকাতা বইমেলা সরাসরি ভার্চুয়ালি দেখা যাবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে। এবারেও কলকাতা বইমেলার ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি।
 
৭। খুব সহজেই কিউ আর কোড স্ক্যান করে মেলার ডিজিটাল ম্যাপ এবং অংশগ্রহণকারীদের তালিকা পেয়ে যাবেন। মেলার সব গেটে থাকবে এই কিউ আর কোড। এছাড়াও বরিষ্ঠদের জন্য থাকছে মুদ্রিত গ্রাউণ্ড ম্যাপ।
 
৮। আন্তর্জাতিক কলকাতা বইমেলার হেলথ্‌ পার্টনার পিয়ারলেস হসপিটেক্স হসপিটাল ও রিসার্চ সেন্টার লিমিটেড।
 
৯। আন্তর্জাতিক কলকাতা বইমেলার এক্সক্লুসিভ ব্রডব্যান্ড পার্টনার মেঘবেলা ব্রডব্যান্ড ।
 
১০।  সরাসরি ও যৌথভাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে প্রায় ২০টি দেশ।   
 
১১।  বই কিনুন লাইব্রেরি জিতুন! এবারের মেলাতেও থাকবে প্রতিদিনের লটারি যেখানে ভাগ্যবান বিজেতারা পাবেন বুক গিফট কুপন।
 
আমরা বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের অফিসিয়াল ব্যাঙ্কার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অফিসিয়াল ইন্সুরার HDFC ERGO GIC LTD এবং গ্রিন পার্টনার ন্যাশনাল জুট বোর্ড কে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
 
বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল হবে ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬। আমাদের মধ্যে রয়েছেন শ্রীমতী মালবিকা ব্যানার্জী, কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের কিউরেটর। তিনি আজ আমাদের সামনে এবারের KLF-এর পরিকল্পনা পেশ করবেন।
 
সবাইকে ২০২৬ নতুন বছরের শুভেচ্ছা।
 
 
 

 

Post a Comment

0 Comments