#প্রিয়চিত্রসাথী নিউজ💐
ইএনটি বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন অফ অটোল্যারিঙ্গোলজিস্ট অফ ইন্ডিয়ার (AOI) বাৎসরিক সম্মেলন(AOICON-2026)উদ্বোধন হয়েগেল।
৮-১১ জানুয়ারি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছেএই অনুষ্ঠান।
চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষ শাখা অটোল্যারিঙ্গোলজির চিকিৎসকেরা নাক কান গলার বিভিন্ন অসুখের চিকিৎসা করেন। উল্লেখ্য দেশে অটোল্যারিঙ্গোলজির এই সর্ববৃহৎ আলোচনাচক্র AOICON-2026এ দেশের বিভিন্ন রাজ্যের চিকিৎসকরা ছাড়াও জাপান, ইউ কে, ব্রাজিল, ইউ এস এ, বিভিন্ন ইউরোপিয় দেশ ও উপসাগরীয় দেশগুলি থেকে প্রায় চার হাজার চিকিৎসক প্রতিনিধি যোগদান করেন।
AOICON-2026এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা প্রধান অতিথি ও প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন বিশেষ অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এছাড়াও বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে জাতীয় সভাপতি ডা. দ্বৈপায়ণ মুখার্জি, AOIএর পশ্চিম বঙ্গ শাখার সভাপতি ও সম্মেলনের কার্য্যনির্বাহী সভাপতি ডা. উৎপল জানা, সম্মেলনের কার্যনির্বাহী সম্পাদক ডা. স্নেহাশিষ বর্মণ, ডা. অজয় খাওয়াস ও ডা. সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন জাতীয় সভাপতি ডা. শংকর মেদিকারি, ডা. যোগেশ দেবহোলকার প্রমুখ বিশিষ্ট ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
চিরাচরিত ভারতীয় ঐতিহ্য মেনে প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের সূচনা করা হয়। প্রকাশ করা হয় অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসার উপরে ভারতীয় গাইডলাইন ও নাক কান গলা চিকিৎসার মেডিকো লিগাল গাইড লাইন সম্বলিত দুটি পুস্তিকা।
এই অনুষ্ঠানেই চিকিৎসা শাস্ত্রে বিশেষ অবদানের জন্য চারজন প্রবীণ ও প্রথতযশা চিকিৎসক ডা. দুলাল বোস, ডা. বিজয়ন্দ্র, ডা. দেভিন্দ্র রাজ, ডা. অরুণাভ সেনগুপ্ত- ভারতের চারজন প্রবীণ ও কৃতি ই এন টি চিকিৎসককে জীবনকৃতি সমমানে ভূষিত করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাঁদের হাতে পুরষ্কার তুলে দেন।
বিশ্বে পরিবেশ দূষণে ভারতের স্থান পঞ্চমে। এই সমস্যা ক্রমশ বেড়ে চলেছে। দূষণের ফলে সবথেকে বেশি মানুষ ভোগেন অ্যালার্জি, বিশেষত অ্যালার্জিক রাইনাইটিসে (AR)। নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, জ্বালা চুলকানি কাশি সর্দি প্রভৃতি এই অসুখের সাধারণ উপসর্গ। দূষণের ফলে সাধারণ সর্দি জটিল হয়ে ওঠে, মানুষ অ্যালার্জেনের প্রতি অতি সংবেদনশীল হয়ে ওঠেন। সমীক্ষায় দেখা গেছে,এদেশের জনসংখ্যার কুড়ি - তিরিশ শতাংশ মানুষ অ্যালার্জিক রাইনাইটিসের শিকার, আর দেশের ১৯টি রাজ্যের ৫৩ শতাংশ মানুষের সর্দি ও শ্বাসনালী সংক্রান্ত সমস্যার মূলে দূষণ। একারণেই এই সম্মেলনে ARকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এই সমস্যার উপরে এই কয় দিনে এখানে অনেকগুলি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ও এর চিকিৎসার উপরে ভারতীয় গাইড লাইন প্রকাশ করা হয়।
সম্মেলনের অন্যান্য গুরুত্বপুর্ন বিষয়ের মধ্যে ছিল ভার্টিগো, কসমেটিক ফেসিয়াল সার্জারি এবং নাক কান গলা চিকিৎসার মেডিকো লিগ্যাল দিক। উল্লেখ্য কসমেটিক ফেসিয়াল সার্জারির একটি ওয়ার্কশপে যুক্ত রাজ্য থেকে উপস্থিত থাকছেন বিশ্বের এ বিষয়ে পথিকৃৎ চিকিৎসক ডা. উল্লাশ রাঘবন।
উল্লেখ্য, চার দিনের এই বৃহৎ সম্মেলনে এগুলি ছাড়া নাক কান গলার বিভিন্ন অসুখের অত্যাধুনিক চিকিৎসার উপরে আলোচনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
0 Comments