6/recent/ticker-posts

বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ

#প্রিয়চিত্রসাথী নিউজ💐
রাজ্যের বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকায় ত্রাণকার্য শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ঘাটাল, পাঁশকুড়া, গাইঘাটা সহ বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণের কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে ঐসব এলাকায় রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হলো। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, এই তিনটি এলাকায় উঁচু জায়গা দেখে সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা সেখানে রান্নার কাজ শুরু করেছেন। সেখান থেকে নৌকোয় করে খিচুড়ি, ডালমা সহ বিভিন্ন তড়িতরকারি ও খাদ্যদ্রব্য নিয়ে গ্রামে গ্রামে বন্যা কবলিত এলাকায় পৌঁছে যাচ্ছেন সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। একেবারে জলমগ্ন বাড়ির ভেতরে ঢুকে পরিবারের লোকেদের জন্য খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। একইভাবে হাওড়া, হুগলি সহ আরো কয়েকটি জায়গায় যেখানে ইতিমধ্যেই বন্যার জল ঢুকেছে সেই সব জায়গায় শুকনো খাবার পৌঁছে দেওয়ার কাজও শুরু হয়েছে। বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, প্রয়োজনে ঐসব জায়গায় রান্না করা খাবার দেওয়ার কাজও শুরু হবে। বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয় ছাড়াও কলকাতা এবং শহরতলিতে সংঘের যে সমস্ত শাখা সংগঠন আছে সেখান থেকে সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকরা বন্যা কবলিত এলাকায় পৌঁছে গিয়ে এই কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন বলে তিনি জানান।

Post a Comment

0 Comments