6/recent/ticker-posts

অনলসভাবে জনহিতকর কাজ করে চলেছে ইস্টার্ন ইণ্ডিয়া সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্ট


রাজকুমার দাস, কলকাতা, ১৫ মার্চ, ২০২৩ঃ অনলসভাবে জনহিতকর কাজ করে চলেছে ইস্টার্ন ইণ্ডিয়া সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্ট, শুধু দুঃস্থ শিল্পী-কলকুশলীদের আর্থিক, চিকিৎসা এবং তাঁদের পরিবারের সন্তানদের শিক্ষার সরঞ্জাম দেওয়া ছাড়াও আরও নানাবিধ কর্মসূচিতে যুক্ত। এসবের পাশাপাশি ২৫ বছর রক্তদান এবং ১৭ বছর ধরে নিখরচায় চক্ষু ও ছানি পরীক্ষা শিবির করছে। নানা কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সকালে টালিগঞ্জের এন টি ওয়ান স্টুডিওতে বিনা ব্যয়ে চক্ষু এবং ছানি পরীক্ষা শিবির হয় সংস্থার উদ্যোগে। এম পি বিড়লা আই ক্লিনিক এবং অরবিন্দ আই হাসপাতালের সহযোগিতায় শিবিরে ২৮৭ জনের চোখের পরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসকেরা। এঁদের মধ্যে আগামী সপ্তাহে  ৪১ জনের ছানি অপারেশন করা হবে বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক প্রণব চৌধুরী এবং অজিত দাস। এ উপলক্ষে ‘সৌমিত্র চট্টোপাধ্যায় ও সিনেটেল’ নামে সুদৃশ্য বই প্রকাশিত হয়। প্রকাশ করেন রঞ্জিৎ মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, প্রণব চৌধুরী, রূপা গাঙ্গুলি, দিতিপ্রিয়া রায় প্রমুখ।

সংস্থার কর্মকাণ্ড প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, শুধু ২৫ বছরে আমরা থেমে থাকতে চাই না। দুঃস্থ-শিল্পী কলাকুশলীদের জন্য আরও অনেক কিছু করবার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে কাজ চলছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, আমরা চাই এই সংস্থার একটি ‘বিগ ফাণ্ড’। যার মধ্য দিয়ে আরও বেশি করে জনকল্যাণকর কাজ করা যায়। আমরা সিনিয়ররা এখন অনেক ব্যস্ত হয়ে পড়েছি। তাই নতুন প্রজন্মের কাছে দায়িত্বভার তুলে দিতে চাই। সৌমিত্র জেঠু, শুভেন্দু চট্টোপাধ্যায়, রঞ্জিৎ মল্লিক, বিপ্লব চট্টোপাধ্যায়রা আমাদের অভিভাবক ছিলেন। এখনও সিনিয়রদের পরামর্শ পাই। এবার নুতনরা হাল ধরুক। আমরা পাশে আছি। এই সংস্থার শ্রীবৃদ্ধির জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। এদিনের  অনুষ্ঠানে ছোট এবং বড়পর্দার অভিনতা-অভিনেত্রীরা ছাড়াও বহু কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments