6/recent/ticker-posts

সপ্তম জাপান ক্যারাটে ইন্ডিয়া সাউথ ডিভিশন ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩

 


প্রিয় চিত্রসাথী নিউজ


জাপান ক্যারাটে ইন্ডিয়া সাউথ ডিভিশন  এর পক্ষ থেকে সুভাষগ্রাম রেল স্টেডিয়াম ময়দানে রবিবার  অনুষ্ঠিত হলো  সপ্তম জাপান ক্যারাটে ইন্ডিয়া সাউথ ডিভিশন ডিসটিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। রবিবার সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজপুর সোনারপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  মিলন সরকার। প্রতিযোগীদের উৎসাহিত করতে রেল মাঠে উপস্থিত ছিলেন জাপান ক্যারাটে ইন্ডিয়ার চিফ এক্সামিনার প্রকাশ কুমার মিশ্রা এবং সাউথ ডিভিশনের অন্যান্য আধিকারিকরা। প্রকাশজি প্রতিযোগিদের হাতে সংসাপত্র ও ট্রফি তুলে দেন। সাউথ ডিস্ট্রিক্ট  ক্যারাটে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা এই প্রতিযোগিতার ডিরেক্টর সিহান সিবাশীষ দাস এবং সেনসি  সন্তোষ মিশ্রা র তত্বাবধানে এই চ্যাম্পিয়নশিপ হয় । সুভাষগ্রাম শান্তি সংঘের পক্ষ থেকে এই প্রতিযোগিতায় সর্বতোভাবে সাহায্য করা হয়। কাতা ও কুমিত বিভাগে প্রায় ২০০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিদের উৎসাহ দেন কাউন্সিলর মিলন সরকার এবং টুর্নামেন্টের অ্যাডভাইজার সেনসি তপন ধারা। এই প্রতিযোগিতা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবং ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দ্বারা অনুমোদনপ্রাপ্ত। বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশন, ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারাও  অনুমোদনপ্রাপ্ত।

Post a Comment

0 Comments