6/recent/ticker-posts

লোকসভায় মতুয়ারা তিন কেন্দ্রে প্রার্থী দিল*



শ্রীশ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন ও মতুয়া সমাজ। এই প্রথম তিনটি লোকসভা কেন্দ্র থেকে নিজেদের প্রার্থীদের নাম ঘোষনা করল তাঁরা।


মতুয়াদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে  স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৭৭ বছর ধরে কেন্দ্র এবং রাজ্যে আমরা কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি সরকারের শাসন দেখেছে। এই সমস্ত রাজনৈতিক দলের সরকারের শাসনকালে দেশ এবং রাজ্যের সীমাহীন দুর্নীতি অর্থনৈতিক কেলেঙ্কারি বেকারত্ব এবং শিক্ষা
ব্যবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে ।
সমাজের ৮০ শতাংশ মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশ এবং
রাষ্ট্রের সেবা করে চলেছে যারা মূলত উৎপাদক শ্রেণী মানুষ তারা গরিব থেকে ভিখারিতে পরিণত
হয়েছে। ক্লাস এইট পাশ পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দিয়ে গ্রাম বাংলার কৃষক শ্রমজীবী খেটে খাওয়া দেশভাগের ছিন্নমূলক বাস্তু, নমঃশূদ্র, আদিবাসী মতুয়া পরিবারের ছেলেমেয়েদের মূর্খ 
বানিয়ে গোলামে পরিণত করতে চাইছে । তাদের আরো অভিযোগ কেন্দ্র সরকার নাগরিকত্ব দেওয়ার নাম করে সমাজে বসবাসকারী মানুষের মধ্যে প্রাচীর গড়তে চাইছে চাইছে । যেখানে ভারতবর্ষের
৮০শতাংশ মানুষ বসবাস করে গ্রামে সেই গ্রামীণ সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা একটা খোয়াড়ে পরিণত হয়েছে উপযুক্ত শিক্ষা এবং কর্মসংস্থানের ব্যবস্থা না করে কেন্দ্রীয় এবং রাজ্য
সরকার বিভিন্ন ভাতা প্রকল্পের নামে দেশ এবং রাজ্যবাসীকে কর্মবিমুখ করে ভিখারী বানাতে চাইছে। গণতন্ত্রের নামে দেশ এবং রাজ্য জুড়ে চলছে গণহত্যা দেশ রাজ্য জুড়ে সর্বসাধারণের জন্য উপযুক্ত শিক্ষা, কর্মসংস্থান, নারীদের অগ্রাধিকার সাধারণ  মানুষদের অন্য ,বস্ত্র,বাসস্থানের সুনিশ্চিতকরণ দেশভাগের বলে ছিন্নমূলক উদবাস্তু মতুয়া এবং ভারতে স্থায়ী
বসবাসকারী প্রত্যেক মানুষের নাগরিকত্ব সুনিশ্চিত করনের লক্ষ্যে কৃষক ,শ্রমজীবী  আদিবাসী মতুয়া সমাজের পক্ষ থেকে ২০২৪ লোকসভা নির্বাচনে তাই মতুয়া ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে বারাসাত, বনগাঁ.কৃষ্ণনগর লোকসভা তে নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে আমাদের দল ।  উদ্যোগে শ্রীশ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন ও মতুয়া সমাজ। তিনটি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীদের নাম ঘোষনা করা  হল প্রেস ক্লাবের এক সাগবাদিক বৈঠকে নির্দল ,যথাক্রমে বনগাঁ থেকে সুমিতা পোদ্দার, কৃষ্ণনগর থেকে সঞ্জিত  বিশ্বাস এবং
বারাসত থেকে সাইফুদ্দিন মন্ডল।
 মতুয়াদের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষনা করলেন  দলের মুখ্যবক্তা ডা:সুকেশ চৌধুরী।

এখন দেখার আগামী লোকসভায় কতখানি দাগ ফেলতে পারে।

Post a Comment

0 Comments