#প্রিয়চিত্রসাথী নিউজ💐
কোলকাতা (১৭ ফেব্রুয়ারী '২৪):- কবি জয় গোস্বামী-র উপস্থিতিতে প্রকাশিত হল 'কবিতার কক্ষপথ' সাহিত্য পত্রিকার দ্বিতীয় বার্ষিক সংখ্যা 'আলোর বেণু'।
অনুষ্ঠানে এসে প্রথমে মঙ্গল দীপ প্রজ্জ্বলিত করেন কবি, পরে বার্ষিক সংখ্যা প্রকাশ করে কবি জয় গোস্বামী বলেন, "কবি আগুনের এক নাম, আমার জীবনে আমি সংসার নির্বাহ করার জন্য লিখেছি, কিন্তু আপনারা লেখেন প্রাণের তাগিদে, তাই আপনারা আমার নমস্ব।"
বার্ষিক সংখ্যা প্রকাশের আগে সাহিত্য পত্রিকার সভাপতি মৈত্রেয়ী চক্রবর্তী জানিয়েছেন, "১৩০ জন কবির ১৩০ টা কবিতা ও ৬ টা গল্প নিয়ে মুক্তি পাচ্ছে 'আলোর বেণু'।"
অপরদিকে সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী বলেছেন, "নবীন প্রবীণ লেখকদের কবিতা ও গদ্য নিয়ে প্রকাশিত হচ্ছে আমাদের এবারের বার্ষিক সংখ্যা।"
উৎসব মুখর অপরাহ্ণে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'কবিতার কক্ষপথ' সাহিত্য পত্রিকার সম্পাদিকা সুপর্ণা চক্রবর্তী জানান, "প্রায় ৪,৬০০ সদস্য বিশিষ্ট 'কবিতার কক্ষপথ' পরিবার শুধুমাত্র সাহিত্য সৃষ্ট করেই ক্ষান্ত থাকে না, সংস্থার সামাজিক দায় মেটাবার লক্ষ্যে সংগঠন একদিকে যেমন সমাজসেবা মূলক কাজের সাথে যুক্ত রয়েছে তার পাশাপাশি স্বল্পমেয়াদি চলচ্চিত্র নির্মাণের মতো সৃজনাত্মক কর্মকাণ্ডের সাথে ও যুক্ত।"
সুপর্ণা চক্রবর্তী-র পাশে দাঁড়িয়ে 'কবিতার কক্ষপথ' সাহিত্য পত্রিকার অন্যান্য সদস্যরা জানিয়েছেন, "আমরা মাত্র ২ বছরে পদার্পণ করছি, এর মধ্যেই বিমান বিশ্বাস-এর মতো আমাদের বেশ কিছু সদস্য ও সদস্যাদের রচনা সমৃদ্ধ বেশ কিছু কবিতা ও গল্পের বই কোলকাতা পুস্তক মেলায় প্রকাশিত হয়েছে, যা আমাদের কাছে প্রকৃতই এক সুখস্মৃতি।"
১৩৬ পাতার বোর্ড বাঁধাই এই বইয়ের বিনিময় মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
0 Comments