6/recent/ticker-posts

কলকাতা বইমেলায় 'দূরে কোথাও পাবলিকেশন'(১১৯) স্টলের দ্বারোদ্ঘাটন করেন বিশিষ্ট আলোকচিত্রী ও পশ্চিম বঙ্গ সরকারের অর্থ দপ্তরের যুগ্ম কমিশনার অনুপম হালদার।

#প্রিয়চিত্রসাথী নিউজ💐💐
৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দ্বিতীয় দিনে, ১৯ জানুয়ারি শুক্রবার, আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন হলো 'দূরে কোথাও পাবলিকেশন'(১১৯) স্টলের। দ্বারোদ্ঘাটন করেন বিশিষ্ট আলোকচিত্রী ও পশ্চিম বঙ্গ সরকারের অর্থ দপ্তরের যুগ্ম কমিশনার অনুপম হালদার। 
সাংবাদিকদের অনুপম হালদার বলেন, "ডিজিটাল যুগেও ছাপানো বইয়ের হাতছানি উপেক্ষা করা যায় না। কারণ বই ঘিরে বাঙালির  আবেগে ভাঁটা পড়বে না কোন সময়ই। সেই আবেগই বইপ্রেমীদের নিয়ে আসে বই মেলায়।" 

২০১৮ সাল থেকে 'কলকাতা বইমেলা'-য় অংশ নিচ্ছে 'দূরে কোথাও পাবলিকেশন'। প্রকাশক ও 'দূরে কোথাও' পত্রিকার সম্পাদক অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন, "এবারের কলকাতা বইমেলা উপলক্ষ্যে আমরা নতুন ১১ টা বই প্রকাশ করেছি। এখনো পর্যন্ত আমরা মোট ৬২ টা বই প্রকাশ করেছি।"

'দূরে কোথাও পাবলিকেশন' স্টলে এদের নিজস্ব প্রকাশনার বিভিন্ন ধরণের বই রয়েছে। এছাড়াও অনুপম হালদারের তোলা ২৫ টি আলোকচিত্র রয়েছে স্টল জুড়ে।

Post a Comment

0 Comments