6/recent/ticker-posts

বিনামূল্যে কিডনি সচেতনতা ও পরীক্ষা শিবির ডি.এন. হাসপাতালে

 

রাজকুমার দাস, কলকাতা, ২৪ এপ্রিল; ২০২৩:  বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করল ডি.এন. হাসপাতাল। রবিবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে শিবির করে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করেন ডি.এন. হাসপাতাল কতৃপক্ষ। এদিনের শিবিরে উপস্থিত সকলকে নাম নথিভূক্ত করনের মধ্য দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড সুগার, ক্রিয়েটিন, প্রেসার সহ একাধিক পরিসেবা প্রদান করা হয় এদিনের শিবির থেকে। এছাড়াও এই শিবিরের প্রধান উদ্দ্যেশ্যে মানুষের মধ্যে কিডনি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা। এদিন বেহালা জেমস লং সরণিতে অবস্থিত ডি.এন. হাসপাতালের চেয়ারম্যান ডা. দয়ানাথ মিশ্র বলেন, আমরা বিগত ২০০৭ সাল থেকে সতের বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির করে থাকি। মূলত বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে আমাদের এই শিবির অনুষ্ঠিত হয়, কিন্তু বিশ্ব কিডনি দিবস মার্চ মাসের তৃতীয় সপ্তাহ হওয়ায় বিভিন্ন স্কুলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থাকার কারনে আমাদের এই শিবিরকে পিছিয়ে নিতে হয়। যেহুতু এই শিবিরে প্রচুর মানুষের সমাগম হয় বিশেষত একাধিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে সেই জন্য আমরা এটিকে কিছুটা পিছিয়ে দিয়ে এপ্রিল মাসে করা হয়। পাশাপাশি ডা. দয়ানাথ মিশ্র বলেন, সারা বিশ্ব জুড়ে কিডনির রোগ মহামারীর আকার নিয়েছে, আমরা সবাই জানি যে এই কিডনি চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল, এমনকি বিশ্বের একাধিক ধনী রাষ্ট্র এই চিকিৎসার খরচ বহন করতে পারছে না এই রোগ এতটাই ব্যয়বহুল। সুতরাং এই রোগ থেকে বাচতে হলে একে প্রাথমিক অবস্থাতেই আটকাতে হবে, আর প্রাথমিক অবস্থায় এটাকে যদি আমরা আটকাতে পারি তবেই এই বিশাল খরচ থেকে আমরা বাচতে পারি বলে জানান ডা. দয়ানাথ মিশ্র। এদিনের শিবিরে প্রায় পাচশত সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান। শুধু পরীক্ষাতেই শেষ নয়, আগামী সাতদিনের মধ্যে প্রত্যেকের রিপোর্ট সহকারে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দিচ্ছে ডি.এন. হাসপাতাল কতৃপক্ষ।

Post a Comment

0 Comments