প্রিয় চিত্রসাথী নিউজ
শীতের আমেজ কে সাথে নিয়ে দক্ষিণ কলকাতার হরিশ পার্কে শুভ উদ্বোধন হয়ে গেল "হ্যাংলা ফেস্ট"-শীর্ষক খাদ্য উৎসবে।
পয়লা ফেব্রুয়ারি উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন কার্তিক ব্যানার্জী,বৈশ্বনর চট্টোপাধ্যায়, সহ অভিনেত্রী দেবিকা মুখার্জী, পন্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ , পারমিতা মুন্সী, ইন্দ্রানী ঘোষ, সাহেব ভট্টাচার্য, ডাঃ পার্থ সারথী সহ উদ্যোক্তাদের তরফে সঞ্জীব বসাক প্রমুখরা।
বাঙালীর ভুরিভোজ সদাই মানুষের কাছে এক নতুন স্বাদ ও গন্ধের পরিচয় বহন করে।খাদ্য রসিক দের কাছে তাই "হ্যাংলা ফেস্ট"-এক নতুন স্বাদের খাদ্য প্রিয় স্থান হতে চলেছে।মেলা চলবে আগামী ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত।টিকিট কেটে যেকেউ এই মেলায় প্রবেশ করতে পারবে।পাশাপাশি নিজের পছন্দের প্রিয় খাবার,পায়েস মিষ্টি থেকে চিকেন মটনের নানান সুচারু ও সুখাদ্য খেতে এই মেলার জুড়ি মেলা ভার।সঞ্জীব বসাক জানান কিছু নতুন করতেই এই দ্বিতীয় সংকরন ,এই মেলায় খাওয়া দাওয়া জীবন শৈলী, নাচ গান গেম শো থেকে ফিল্ম প্রমোশোন সব কিছু নিয়ে জমজমাট ভাবে শুরু হয়েছে ।
যেকোন সময় একবার ঘুরে যেতেই পারেন হ্যাংলা ফেস্টের মেলায়।প্রচারে শান্তনু বেজ।
0 Comments