#প্রিয়চিত্রসাথী নিউজ💐
স্টাফ রিপোর্টার : ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দ্বারা অনুমোদনপ্রাপ্ত জাপান ক্যারাটে ইন্ডিয়া (JKI) ২০২৫ এর বাৎসরিক বাৎসরিক গ্রেটেশান পরীক্ষা সম্পন্ন করল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর রবীন্দ্র ভবন সংলগ্ন আনন্দমেলায়। রবিবার এই পরীক্ষায় ২০০রও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। হোয়াইট বেল্ট থেকে শুরু করে ইয়লো, পার্পেল, গ্রিন, সহ ব্ল্যাক বেল্টের পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরীক্ষকরা এদিন পরীক্ষা নেয়। বেল্ট গ্রেটেশন পরীক্ষায় জাপান ক্যারাটে ইন্ডিয়ার ন্যাশনাল রেফ্রী এবং জাজ ব্লাক বেল্ট জাপান ইউকে কাইয়ো সিহান সেবাশীষ দাসের নেতৃত্বে সম্পন্ন হয়। তার উদ্যোগে এই জেলার পাশাপাশি অন্যান্য বেশ কিছু এলাকায় সেল্ফ ডিফেন্স এর পাশাপাশি ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থানের এবং ক্যারাটে তে দেশকে নেতৃত্ব দেওয়ার প্রশিক্ষণ পেয়েছেন। আগামী দিনে জাপান ক্যারাটে ইন্ডিয়া থেকে আরো বেশি সাহসী ছেলেমেয়ে দেশকে নেতৃত্ব দেবেন বলে আশাবাদী সেবাশীষ দাস। একইসঙ্গে দেশের নিরাপত্তা সহ পুলিশ এবং অন্যান্য ক্ষেত্রে চাকরির রাস্তা তৈরি হবে। ক্যারাটের মাধ্যমে, এমনটাই জানিয়েছেন জাপান ক্যারাটে ইন্ডিয়ার পরীক্ষকরা। এদের প্রধান পরীক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জাপান ক্যারাটে ইন্ডিয়ার চিফ এক্সামিনার অ্যান্ড চিফ ইন্সট্রাক্টর কোয়শি পারশ কুমার মিশ্রা, জাপান ক্যারাটে ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেনসি অমিতাভ চক্রবর্তী , জাপান ক্যারাটে ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ সেনসি সন্তোষ মিশ্রা, জাপান ক্যারাটে ইন্ডিয়ার চিফ ভিজুয়াল এডভাইজার সেনসি সায়ন বিশ্বাস, জাপান ক্যারাটে ইন্ডিয়ার স্টেট সেক্রেটারি এবং চিপ অফ সাউথ ২৪ পরগনা শিহান সেবাশীষ দাস। জাপান ক্যারাটে ইন্ডিয়ার সিনিয়র ভিজ্যুয়াল অ্যাডভাইজার সেনসি সতীর্থা সাহা।
0 Comments