6/recent/ticker-posts

কলকাতায় ক্রীড়া সাংবাদিকদের হাতে বিশেষ অ্যাক্সিডেন্টাল মেডিক্যাল পলিসির কার্ড তুলে দেন অতিথিরা

 


রাজকুমার দাস, কলকাতা; ২রা জুলাই ২০২৩: খেলোয়াড় জীবন হোক বা প্রশাসক জীবন, ক্রীড়া সাংবাদিকদের সাহায্য না পেলে সহজ ভাবে এগিয়ে যাওয়া যেত না। রবিবার বিকেলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এসে বলে গেলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। রবিবার বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে মঞ্চ আলোকিত করেছিলেন ক্রীড়াবিদ এবং ক্রীড়া কর্তারা। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘বিভিন্ন সময়ে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে মতভেদ হয়তো হয়েছে, আবার ওঁদের ভালো লেখা উদ্বুদ্ধ করেছে আমাদের। আসলে আমরা সবাই একই পথের পথিক।’ 

অনুষ্ঠান ক্রীড়া সাংবাদিকদের হাতে বিশেষ অ্যাক্সিডেন্টাল মেডিক্যাল পলিসির কার্ড তুলে দেন অতিথিরা। এই উদ্যোগের প্রশংসা করে জাতীয় টিমের দুই প্রাক্তন তারকা ফুটবলার অভিজিৎ মণ্ডল এবং অর্ণব মণ্ডল বলেন, ‘আমরা যেমন মাঠে ঘাম-রক্ত ঝরিয়ে টিমের জয় আনার চেষ্টা করি, তেমনই ক্রীড়া সাংবাদিক বন্ধুদের লড়াইও কম কিছু নয়। তাঁদের পাশে থাকার জন্য সিএসজেসি যে ভাবে এগিয়ে এসেছে, তা প্রশংসার যোগ্য।’ 



অ্যাক্সিডেন্টাল মেডিক্যাল পলিসির জন্য যাবতীয় সহযোগিতা করেছে ‘স্পোর্টিং বাউন্ডারি প্রাইভেট লিমিটেড।’ আগেই পাশে দাঁড়িয়েছিল সুরক্ষা। সিএসজেসি প্রেসিডেন্ট সুভেন রাহা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খেলোয়াড় এবং ক্রীড়া সাংবাদিকদের একসঙ্গে হাত মিলিয়ে কাজ করার মধ্যেই রয়েছে খেলার সাফল্য।’ 

ফুলের স্তবক দিয়ে সম্মান জানান কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশিস সুর। বেনিয়ান ট্রি-য়ের কর্ণধার প্রবীর রায় চৌধুরী ফুটবল মাঠের আদলে এক বিশাল কেক উপহার দিয়েছেন। সেই কেক কাটেন অতিথিরা। এ দিন, ক্লাব তাঁবুতে ডার্ট বোর্ডের উদ্বোধনও করা হল।


Post a Comment

0 Comments