রাজকুমার দাস, কলকাতা; ২৩ এপ্রিল, ২০২৩: শনিবার কলকাতার নাইসি স্টুডিওতে বসেছিল চাঁদের হাট। বং সিনেমেটিকের উদ্যোগে তাঁদের প্রথম শর্ট ফিল্ম "বৃষ্টির অতীত "-এর ট্রেলার লঞ্চ হওয়ার পাশাপাশি "অবশেষে বসন্ত" এবং "ভালোবাসার টানে" আগামী দুটি শর্ট ফিল্মের পোস্টার আগাম রিলিজ হয়ে গেল আনুষ্ঠানিক ভাবে।এছাড়া বং সিনেমাটিক এর কর্ণধার বিশ্বরূপ সিনহার উদ্যোগে কলকাতা সেরা সুন্দরী বিউটি কনটেস্ট এর আয়োজন হতে চলছে আগামী দিনে কলকাতায়, তার ও পোস্টার এ দিন শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত শিল্পী থেকে সমাজের প্রতিষ্ঠিত শিল্পী মহল , মল্লার ঘোষ , জয় গাঙ্গুলী, ধনঞ্জয় মন্ডল , মনোতোষ বেরা , সিনজন সরকার , শিরোপা রায় , রাজদীপ ব্যানার্জী , রঞ্জিত সুর রাজু সরকার প্রভৃতি গুণীজনরা । এই দিন শিল্পী দের হাতে বং সিনেমেটিক সংস্থার পক্ষ থেকে " বঙ্গ সন্তান ২০২৩" সম্বর্ধনা তুলে দেওয়া হয় নবাগত শিল্পীদের হাতে । প্রাপক রা হলেন। শুভজিৎ পাল , নরেন চক্রবর্তী , মৌসুমী বর্ধন , পল্লবি দাশ, রণজিৎ মন্ডল , রিয়া মন্ডল , বুলু গোস্বামী, মনীষা বেরা, শ্যামল প্রামাণিক , শেফালী গিরি ,প্রমুখরা। সমাজের বিভিন্ন স্তরে মানুষ জন দের এই সংবর্ধনা তুলে দেওয়া হয় এই দিন । আগামীদিনে সমাজের নবাগত শিল্পীদের নিয়ে এগিয়ে চলার অঙ্গীকারবদ্ধ হলেন বং সিনেমেটিক এর কর্ণধার বিশ্বরুপ সিনহা এবং সমাজের মানুষের পাশে তাদের কাজের উদ্যোগ কে তিনি নিয়ে আসবেন এই কথা দেন।
0 Comments