6/recent/ticker-posts

আবার বিষ্ণু মূর্তি উদ্ধার কেতুগ্রামে অজয় নদের রচয় গ্রামের কাছে

#প্রিয়চিত্রসাথী নিউজ💐
ধনঞ্জয় বন্দোপাধ্যায় গুসকরা:;-
আবার বিষ্ণু মূর্তি উদ্ধার। কেতুগ্রাম থানার রসুই গ্রামের কাছে অজয় নদে । মুর্তিটি বর্ধমান বিশ্ববিদ্যালয় কে হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মূর্তিটি সংগ্রহ করেন মিউজিয়ামের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক শ্যাম সুন্দর বেড়া। মূর্তিটি প্রায় অক্ষত আছে। মুর্তিটি কুড়ি ইঞ্চি লম্বা সাড়ে নয় ইঞ্চি চওড়া। আনুমানিক দ্বাদশ শতাব্দীর নয়শো বছরের আগে তৈরি।সেন আমলে এই ধরনের মুর্তি দেখা যায়। কালো পাথরের ত্রিবিক্রম বিষ্ণু মূর্তি। দুপাশে লক্ষী ও সরস্বতী আছে। উপরে কীর্তি মুখ। দুই পাশে উরন্ত বিদ্যাধর। এই বিষু মুর্তি নিচের ডান হাতে পদ্ম উপরে হাতে গদা বাম হাতে উপরে চক্র নিচে শঙ্খ।  উপবিত বা  পৈতে এবং বনমালা রয়েছে। সমপদ স্থানক ভঙ্গিতে দারিয়ে আছে। কিরীটী কর্ণ ভূষণ কন্ঠ হার অক্ষত অবস্থায় আছে। গ্রামে পুজো করায় দাবি জানান গ্রামবাসীরা।

Post a Comment

0 Comments