6/recent/ticker-posts

কোলকাতার বাজারে ইলেকট্রিক মোটর ভেহিকল্স পর্যায়ের তিনটে স্কুটার গ্রেস, প্রিন্স ও উইনার-এর লোকার্পণ করল 'এন এক্স টি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড'।

#প্রিয়চিত্রসাথী নিউজ💐
সোমবার দক্ষিণ কোলকাতার এক হোটেলে স্বনামধন্য আলোকচিত্রী অনুপম হালদার সহ নতুন প্রদর্শনী তথা বিক্রয় কেন্দ্রের কর্ণধার বালেশ ত্রিপাঠী ও এস কে সিনহা-কে সাথে নিয়ে কোলকাতাবাসীর উদ্দেশ্যে দ্বিচক্রযানগুলো উৎসর্গ করেন 'এন এক্স টি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড'-এর নির্দেশক অমরেন্দ্রকুমার ভর্মা।

'এন এক্স টি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড'-এর তরফ থেকে এস কে সিনহা জানিয়েছেন, "প্রত্যেকটা মডেলেই ৪ থেকে ৬ টা ভ্যারিয়েন্ট যেমন দেখা যাবে, তেমন পাওয়া যাবে অন্ততঃ ৪ টা পৃথক পৃথক রঙে। মডেলগুলোর দাম শুরু হবে ৫০ হাজার টাকা থেকে।"
বলে রাখা ভালো, আগামীকাল কোলকাতার গড়িয়ায় বালেশ ত্রিপাঠীর মালিকানাধীনে চালু হতে চলেছে সংস্থার নতুন প্রদর্শনী তথা বিক্রয় কেন্দ্র।

Post a Comment

0 Comments