6/recent/ticker-posts

পদাতিক নাট্য সংস্থার নাট্য উৎসব মন কাড়লো দর্শকদের


নবব্যারাকপুর কৃষ্টি প্রেক্ষাগৃহে ২৯-৩১শে মার্চ হয়ে গেলো পদাতিক নাট্য সংস্থার ৩ দিন ব্যাপী নাট্য উৎসব। এ বছর ৫ম বর্ষে পা দিলো পদাতিকের নাট্য উৎসব। উৎসবের প্রথম দিন পদাতিক নাট্য সংস্থার প্রযোজিত ও সাধন মুখোপাধ্যায় নির্দেশিত নাটক গণশত্রু মঞ্চস্থ করা হয়। দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় রানা বসু নির্দেশিত নাটক সক্রেতাস৷ নাম ভূমিকায় ছিলেন বিশিষ্ট অভিনেতা রজতাভ দত্ত। এবং শেষ দিন মঞ্চস্থ হয় স্বপ্নদ্বীপ সেনগুপ্ত নির্দেশিত নাটক জয় বাংলা। এই নাটকে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দেবদূত ঘোষ কে। তিন দিন ব্যাপী এই নাট্য উৎসব মন কেড়েছে সাধারণ মানুষের। পদাতিক নাট্য সংস্থার তরফে জানানো হয় দর্শক কে নাটকের প্রতি আকর্ষিত করতে বিভিন্ন স্বাদের নাটক তারা সারা বছর উপস্থাপণ করে। এই নাট্য উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব কুন্তল মুখোপাধ্যায়, সঞ্জন কাঞ্জিলাল সহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মানুষ কে নাটক দেখতে আহ্বান জানান নবব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান প্রবীর সাহা সহ একাধিক পৌরপিতা ও পৌরমাতা।

Post a Comment

0 Comments