#প্রিয়চিত্রসাথী নিউজ💐
সারা বাংলা এখন উৎসবের আয়োজনে মগ্ন।
সারা পৃথিবীর কাছে আমাদের উৎসব,শিল্প উৎকর্ষতায় অগ্রগণ্য।
বিগত বছরের মত এবছরও পাঞ্চজন্য শ্রেষ্ঠ শারদ সম্মান ২০২৫, সম্মানের সাথে অনুষ্ঠিত হতে চলেছে।" শিল্পের টানে, শিল্পীর সন্ধানে "শীর্ষক পাঞ্চজন্য শ্রেষ্ঠ সম্মান ২০২৫ এ বাংলার প্রথিতযশা মান্য বিচারকরা উপস্থিত থাকবেন।
আমরা আনন্দিত আমাদের শারদ সম্মানে বৃহত্তর কলকাতা থেকে ৪৩২টি সামাজিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ৪৩২ টি সামাজিক প্রতিষ্ঠান থেকে আমরা প্রথম পর্যায়ে ৫০টি দ্বিতীয় পর্যায়ে কুড়িটি এবং চূড়ান্ত পর্যায়ে বারটি সামাজিক প্রতিষ্ঠানকে নির্বাচিত করব। চূড়ান্ত পর্যায়ের বারোটি ক্লাবের মধ্যে আমরা পাঁচটি মাহেশ্বরী পুরস্কার যার আর্থিক মূল্য প্রত্যেকে ৫০ হাজার টাকা দুটি উৎকর্ষণী পুরস্কার যার প্রত্যেক আর্থিক মূল্য ২৫ হাজার টাকা এবং একটি যশোস্বী পুরস্কার যেটা সেরা সেরা,তাকে আর্থিক মূল্য ১ লক্ষ টাকা আমরা প্রদান করব। তৎসহ বিজয়ী সামাজিক প্রতিষ্ঠান কে সুদৃশ্য স্মারক এবং অন্যান্য উপহার প্রদান করে আমরা ধন্য হব।আমাদের লোকায়ত শিল্প, আমাদের ঐতিহ্যের কাছে ফিরে যাওয়াই আমাদের শারদ সম্মানের অন্যতম উদ্দেশ্য। আমরা গর্বিত, আর্থিক মূল্যে এবং নান্দনিকতার নিরিখে আমাদের শারদ সম্মান অন্যতম শ্রেষ্ঠত্বের দাবি রাখে।
একমাত্র শিল্পের প্রতি দায়বদ্ধতাই আমাদের মূল লক্ষ্য। নবমীর দিন আমরা বিজয়ী সামাজিক প্রতিষ্ঠানের কাছে বিপুল সমারোহে আমরা পুরস্কার প্রদান করব। অনেক মান্য মানব মানবী এই পুরস্কার বিতরণী উৎসবে উপস্থিত থাকবেন।
আমাদের স্থির বিশ্বাস একমাত্র গণমাধ্যম,পারে, আমাদের পাঞ্চজন্য শ্রেষ্ঠ শারদ সম্মান বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে পারে।
শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করবেন।
প্রণত
জয়ন্ত গাঙ্গুলী
কর্ণধার
পাঞ্চজন্য শ্রেষ্ঠ শারদ সম্মান ২০২৫
0 Comments