6/recent/ticker-posts

ঢাকুরিয়া উত্তর পল্লী ক্লাবের এবারের থিম 'সবুজ পৃথিবী'

#প্রিয়চিত্রসাথী নিউজ💐
কলকাতা : সভ্যতার অগ্রগতি,
কংক্রিট ঘেরা আকাশ।
বাঁচতে চাওয়া সবুজ নিয়ে,
মুক্ত যেথা বাতাস। অর্থাৎ প্রকৃতিকে ফুটিয়ে তোলা হচ্ছে ঢাকুরিয়া উত্তরপল্লী ক্লাবের মন্ডপে। মূলত গাছ বাঁচানোর বার্তা দেয়া হয়েছে শিল্পী মাইকেল বোসের মন্ডপ সজ্জা এবং প্রতিমা নির্মাণের ক্ষেত্রে।  বর্তমান পরিস্থিতি ও তার জীবন প্রণালী, মানুষ কে সবসময় নিয়ে চলে গতিশীলতায় ,যা প্রদান করে স্বাচ্ছন্দ্যের ঝা চকচকে চাদর, আর মুড়েদেয় সবুজ ঘেরা মাঠ  ও মুক্ত আকাশ। এখানে হয়তো মানুষ উন্নতির চূড়ায়, কলকারখানার ধুয়ো উড়িয়ে এগিয়ে চলেছে। যা টাকার যোগান দিলেও কেড়ে নিচ্ছে ভবিষ্যতের শ্বাস প্রশ্বাস। একবার ভেবে দেখুন তো, একটা গাছ কি শুধু একটা প্রাণ। না কথাটা আংশিক সত্য হলেও এর গুণগত বিশ্লেষণ অনেক গভীর.....
একটি গাছ শুধু প্রাণের সঞ্চার করেনা,
 শেখায় ত্যাগ - যে নিজেকে উজাড় করেদেয় জাতি - বর্ণ, বড় - ছোটর ভেদাভেদ ছাড়া। 
শেখায় দৃঢ় মানসিকতা - ঝড় - বৃষ্টি - রোদ মাথা পেতে নিতে, জীবনের সকল পরিস্থিতিতে।
তাই মানুষ আর মান ও হুশ তৈরির কারিগর এই গাছ, আমাদের প্রকৃতি মাতার অনন্য এক প্রজাতি যা জানে শুধু মন খুলে দিতে ।
৬০০০ বৃক্ষ নিয়ে আমাদের প্রচেষ্টা দূষণ মুক্ত বাতাস প্রতিস্থাপন, যা প্রতিটি মানুষের  ভবিষ্যৎ করবে সুনিশ্চিত আর আগামীর চিন্তা করবে মুক্ত। গাছের মাধ্যমে আমরা প্রকৃতির বুকে এক মুঠো অক্সিজেন ছুঁড়ে, সভ্যতার রথ কে এগিয়ে নিয়ে যাব।আমাদের প্রচেষ্টা ,এই প্রকৃতি মাতার সবচেয়ে মূল্যবান প্রাণ কে সন্মান প্রদান ।মণ্ডপ সজ্জার মাধ্যমে আমাদের উদ্দেশ্য, এই গাছের জীবনের শিক্ষা হয়ে উঠুক সবার জীবনের পাথেও , তাই আমাদের মা আসছেন পাতার শয্যায় সবুজায়নের পতিক হয়ে, যা মানুষ কে মানসিক ও গুণগত শান্তির বার্তা প্রদান করবে ।
আর আমরা দৃঢ় প্রতিজ্ঞ মানুষের মূল্যবোধের বৃক্ষ রোপণে। ৬০০০ গাছের মুন্ডোপ ও পাতা ঠাকুর।সারা পৃথিবীতে সবুজের খুব প্রয়োজন সবুজ ছাড়া মানুষ বাঁচতে পারবে না আসল দুর্গায় সবুজ। গাছে আমাদের দুর্গা। গাছের মণ্ডপ পাতার প্রতিমা তৈরি করছেন  ঢাকুরিয়া উত্তর পল্লী ক্লাবের
 মন্ডপ ও প্রতিমা শিল্পী মাইকেল বোস।

Post a Comment

0 Comments