6/recent/ticker-posts

রথযাত্রার পূর্ণ লগ্নে সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশনের সূচনা



#প্রিয়চিত্রসাথী নিউজ💐
কলকাতা : রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডে  রথ যাত্রার পূর্ণ লগ্নে  সূচনা হলো  সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশনের। ভারত সরকার অনুমোদিত  এই কম্পিউটার সাক্ষরতা মিশন  রাজ্যের বিভিন্ন প্রান্তে ফ্রাঞ্চাইজি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইন্সটিটিউটের কাছে সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশন এর অন্তর্গত কম্পিউটার স্বাক্ষরতা মিশনের শুভ সূচনা করলেন রাজপুর সোনারপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিলন সরকার, নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের কর্ণধার শম্ভু সাহু, ২১ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট অভিজিৎ রায়, এবং নেতাজি  সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষিকাবৃন্দ সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশনের পক্ষ থেকে  সম্ভু সাউ জানান গরিব ও দুস্থ পরিবারের ছেলে মেয়েরা যাতে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে  প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ন্যূনতম শর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশনের ব্রাঞ্চ খোলা হবে। কম্পিউটারের বেসিক থেকে শুরু করে  বিভিন্ন  কোর্স গুলি যাতে ছাত্রছাত্রীরা সহজেই উপলব্ধ করতে পারে তার জন্য দক্ষ শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ দেবেন। কাউন্সিলর মিলন সরকার জানিয়েছেন  রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত পিছিয়ে পড়া ২১ নম্বর ওয়ার্ডের ছেলেমেয়েরা কম খরচে যাকে কম্পিউটার প্রশিক্ষণ পায় তার জন্য এই উদ্যোগ নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট। এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি  তিনি জানিয়েছেন আগামী দিনে এই এলাকার ছেলে মেয়েরা যাতে কম্পিউটার প্রশিক্ষণ পান এবং পৌরসভার দিক দিয়ে যদি কোনো  কোনোরূপ সাহায্যের দরকার পড়ে তাহলে তিনি সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশনের পাশে থাকবেন।

Post a Comment

0 Comments