6/recent/ticker-posts

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে, C,P,D,R INDIA, HUMAN RIGHTS ORGANIZATION এর অনুষ্ঠান হয়ে গেল ধর্মতলায়


#প্রিয়চিত্রসাথী নিউজ💐
10- ই ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে, 
C,P,D,R INDIA, HUMAN RIGHTS ORGANIZATION এর কেন্দ্রীয় সম্পাদক শ্রদ্ধেয় অতীন্দ্র ঘোষ-এর নেতৃত্বে এই স্মরণীয় দিনটি বিশেষ মর্যাদায় পালন করা হলো ধর্মতলা "Y" চ্যানেলে মহা সমারোহে ।
এই মহা যজ্ঞে প্রধান অতিথি হিসেবে গৌরবময় উপস্থিত ছিলেন under the leadership of all india general  secretary shri atindra ghosh, shri sujoy Kumar Chandra ex ips ,Joint commissioner, রবীন্দ্রনাথ সরকার প্রাক্তন আইপিএস অফিসার, বিশ্বনাথ চাকি  ex- ACP. লক্সমিকান্ত মিশ্রা, EX-ACP.smt Shelly Mukherjee, dr Geetanjali Mukherjee,actor Sudheshna Roy ,smt padini dutta sharma  সোমা চক্রবর্তী ফিল্ম অভিনেত্রী. পিংকি হালদার. চন্দ্রবান সিং.
বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলংকৃত করেছিলেন,  মাননীয় miss poushmita goswami, shri suvodeep roy,shri rabindranath sarkar,
সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের আন্তরিক প্রচেষ্টায় এই মহতি সমাবেশে শত শত মানুষের অভূতপূর্ব অংশগ্রহণের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানটি সাফল্য লাভ করে।
দূর দুরান্ত থেকে মানুষ বাসে,  ট্রেনে, লড়ি তে চেপে নিজেদের মানবাধিকার কে সুপ্রতিষ্ঠিত করতে সকাল থেকে সমাবেশ প্রাঙ্গণে এসে জমায়েত হয়।
সংগঠনের বিভিন্ন ব্লক,  ইউনিট থেকে নেতৃত্বগণ তাঁদের বক্তব্যের মাধ্যমে সংগঠনের সাফল্য,  কর্মসূচি এবং মানবাধিকার বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।
 সারাদিন  ব্যাপী অনুষ্ঠানে একটু ভিন্ন স্বাদ আনতে ছোটো ছোট ছেলে মেয়েদের নিয়ে অসাধারণ নৃত্য পরিবেশিত হয়।
সংগঠনের উৎসাহী শিল্পীদের দ্বারা আবৃত্তি,  সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে মানবাধিকার ও তার তাৎপর্য সম্বন্ধে বার্তা দেওয়া হয়।
শত শত মানুষের যোগদান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে এই দিনটি C,P,D,R INDIA, HUMAN RIGHTS ORGANIZATION শ্রদ্ধার সঙ্গে উদযাপন করলো।

Post a Comment

0 Comments