6/recent/ticker-posts

প্রতিভার সন্ধানে কসবা বোসপুকুর বালক সংঘ

স্টাফ রিপোর্টার, ৭ অগাস্ট ২০২৩ : কসবা বোসপুকুর বালক সংঘের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রক্তদান শিবিরের পাশাপাশি সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই এলাকার সকল নাগরিকবৃন্দ। শ্রাবণ মাসের এই সময়টি এই এলাকার নাগরিকরা  শনি মহারাজ এবং শ্যামা মায়ের পুজো করে থাকেন। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের উপস্থিতিতে এই  রক্তদান শিবির বৃহৎ আকার ধারণ করে। রবিবার সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও কয়েকজন গুণী মানুষকে সম্বর্ধিত করা হয় কসবা বোস পুকুর  বালক সংঘের পক্ষ থেকে। চিত্র শিল্পী ও শিক্ষকদের সংবর্ধিত করেন এই সংগঠনের সভাপতি খোকন গায়েন, সম্পাদক লালটু হালদার এবং হিসাবরক্ষক দীপক রায়।  উপস্থিত ছিলেন সংঘের অন্যান্য সদস্যবৃন্দ। বিজয়ী খুদে চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষক অসীম পাত্র, বিশিষ্ট চিত্রশিল্পী মাইকেল বোস, টলিউডের প্রখ্যাত অভিনেতা সন্দীপ দে  প্রখ্যাত চিত্রশিল্পী তারকনাথ মন্ডল, প্রখ্যাত চিত্রশিল্পী মানবেন্দ্র নাথ  সরকার।



Post a Comment

0 Comments