6/recent/ticker-posts

সুরনন্দন ভারতীর চিত্র প্রদর্শনী


নিজস্ব সংবাদদাতা, কলকাতা; ২৩ এপ্রিল, ২০২৩: ১৯শে এপ্রিল গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় লণ্ডন, শিলং, নগাঁও, মেদিনীপুর ও কলকাতার বিশিষ্ট চিত্রশিল্পীদের ছবি নিয়ে সুরনন্দন ভারতী এক অভিনব চিত্র প্রদর্শনীর আয়োজন করে । অনুষ্ঠানের  উদ্বোধন করেন ওডিসি নৃত্যগুরু ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের  অধ্যক্ষা ডঃ পুষ্পিতা মুখার্জী । দেশ ও বিদেশে সুরনন্দন ভারতীর অনুমোদিত কেন্দ্রের মধ্য দিয়ে সুর-ছন্দ-সংস্কৃতি-কে প্রচার ও প্রসারে উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। ওডিসি নৃত্যগুরু ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষা ডঃ পুষ্পিতা মুখার্জী বলেন, তিনি সুরনন্দন ভারতীর সঙ্গে জন্মলগ্ন থেকে জড়িয়ে। সংস্থার গবেষণামূলক ও নান্দনিক উপস্থাপনার প্রশংসা করেন। সুরনন্দন ভারতীর সর্বভারতীয় সম্পাদক ঋতীশ  রঞ্জন চক্রবর্তী ও সর্বভারতীয় উপ-সম্পাদক দেবাশিষ সরকার সুরনন্দন ভারতীর প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেন।



প্রদর্শনীতে লণ্ডন-এর চিত্রশিল্পী-কবি-বাউলশিল্পী পাপিয়া ঘোষালের আঁকা ছবি দর্শকমহলে খুবই প্রশংসা পায়। নৈহাটির গৌতম ঘোষ, শিলং-এর শর্মিষ্ঠা দাসগুপ্ত, নগাঁও-এর ধ্রুবজ্যোতি শর্মা বড়ুয়া, হালি শহরের সুব্রত কুমার পাল, কলকাতার অরিজিতা দাস, শঙ্কর মন্ডল, তনয় দাস ও মিতালি দে-র আঁকা ছবি দর্শকদের নজর কারে। নগাঁও-এর কৃষ্ণাঙ্গিনি সাইকিয়া, দেবাশিষ শর্মা, জ্যোতি শেখর বরা, পল্লব শর্মা, শিলং-এর দেবপ্রিয়া দে, দেব কুমার দে, মেদিনীপুরের শ্রিনবন্তী দাস -এর আঁকা ছবিও প্রশংসার দাবি রাখে। এছাড়া চিত্র সাংবাদিক সৌরভ দত্তের তোলা  ছবিও প্রদর্শিত হয় এই প্রদর্শনীতে।

Post a Comment

0 Comments