ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন' অসংগঠিত ঠিকা কর্মীদের অধিগ্রহণ করবে রেল কর্তৃপক্ষ

নিজস্ব সংবাদদাতা; কলকাতা ঃ

"আমি আশাবাদী যে ভারতীয় রেল কর্তৃপক্ষ আগামী দিনে 'ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন'-এর সাথে যুক্ত কয়েক লাখ অসংগঠিত ঠিকা কর্মীদের অবশ্যই অধিগ্রহণ করবে," বলে মত প্রকাশ করলেন 'ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন'-এর সর্ব ভারতীয় সভাপতি পরিমলকান্তি মণ্ডল।

আজ কলকাতার মহাবোধি সোসাইটি হলে আয়োজিত 'ওয়ার্কার্স কনভেনশন'-এ সম্মানিত অতিথি রূপে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন। প্রসঙ্গত উল্লেখ্য, বি আর এম জি এস ইউ-এর জারী করা এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আগামী ২০২৬ সালের মধ্যে রেলওয়ের প্রত্যেক মণ্ডলে 'ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন'-এর সদস্যদের জন্য একটা করে স্বয়ং সম্পূর্ণ হাসপাতাল, সদস্যদের সন্তানদের জন্য বুনিয়াদি স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিদ্যালয় তথা সদস্যদের জন্য জন সংযোগ কেন্দ্র স্থাপন করা হবে। 

ইউনিয়নের অপর সদস্য সম্বিক নিয়োগী জানিয়েছেন, "এই মুহুর্তে আমাদের সদস্য রয়েছে ৫ লাখের আশেপাশে, আগামী সময় সদস্য সংখ্যা বৃদ্ধি করে ১০ লাখে নিয়ে যাওয়া এই মুহুর্তে আমাদের অন্যতম মূল লক্ষ্য।"

Post a Comment

0 Comments