6/recent/ticker-posts

রেশনের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলির ১ কোটি ৮৩ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের দেওয়া হবে বলে জানালেন 'ওয়েস্ট বেঙ্গল এম,আর ডিলার্স এসোসিয়েশন

#প্রিয়চিত্রসাথী নিউজ💐
রেশনের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলির ১ কোটি ৮৩ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের দেওয়া হবে বলে জানিয়েছে 'ওয়েস্ট বেঙ্গল এম,আর ডিলার্স এসোসিয়েশন'। সোমবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানালেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ লস্কর । দুয়ারে রেশনের পক্ষে জোড়ালো সওয়াল চালায় এই সংগঠন। অভিযোগ,  সুপ্রিম কোর্টে  মামলা দায়ের করে বাংলার সাধারণ মানুষের অধিকার বাড়ীর কাছে পাড়ায় পাড়ায় রেশন সামগ্রী পাওয়ার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বা বানচাল করে দেওয়ার প্রচেষ্টা চলছে। এর পাশাপাশি বাংলার ১৯,৮৯৫ জন রেশন ডিলারের দুয়ারে রেশনের বাড়তি কমিশন কুইন্টাল প্রতি ৭৫ টাকা, এককালীন অতিরিক্ত ৫০০০ টাকা কমিশন এবং ২০০ গ্রাম হ‍্যান্ডিলিং লসের মূল্য বন্ধ করে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইছেন বলে দাবি উক্ত সংগঠনের। এই সংগঠনের বিভিন্ন দাবিগুলোর মধ্যে ১) বাংলার জনগণের স্বার্থ রক্ষায় দুয়ারের রেশন বজায় রাখতে হবে। ২) NFSA প্রকল্পকে বজায় রেখে এবং বর্তমানের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী পরিবর্তন করে মাসিক ১০ কেজি খাদ্য সামগ্রী প্রদান করতে হবে। ৩) অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে NFSA প্রকল্পের রেশন ডিলারদের কমিশন ৯০ টাকার পরিবর্তে ২০০ টাকা বৃদ্ধি করতে হবে। ৪) দুয়ারে রেশনের কমিশন  কুইন্টাল প্রতি ৩০০ টাকা প্রদান করতে হবে। ৫) খাদ্য সাথী প্রকল্পের বর্তমানের খাদ্য সামগ্রী পরিবর্তন করে মাসিক ১০ কেজি খাদ্য সামগ্রী প্রদান করতে হবে। ৬) সর্বজনীন রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে হ‍্যান্ডিলিং লস কমপক্ষে কুইন্টাল প্রতি ১ (এক) কেজি হারে প্রদান করতে হবে। ৭)  মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী দুয়ারে রেশন প্রকল্পের অতিরিক্ত এককালীন ভাতা ( কমিশন) মাসিক ১০ হাজার টাকা, গত আগস্ট ২০২২ থেকে ৫০০০ টাকা বকেয়া রয়েছে। তা অবিলম্বে প্রদান করার সুব‍্যবস্থা করতে হবে প্রভৃতি।

Post a Comment

0 Comments