#প্রিয়চিত্রসাথী নিউজ💐
*কলকাতা, ১০ নভেম্বর*: চার বছর আগে মার্কিন নির্বাচনে পরাজিত হয়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের দখলে এসেছিল মার্কিনমুলুক। কিন্তু চার বছরে অভিযোগের পাহাড়ে জর্জরিত ছিলেন বাইডেন। বয়সও যেন সঙ্গ দিচ্ছিল না তাঁর। শেষমেশ নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। ট্রাম্পকে খুনের চেষ্টার পরই প্রেসিডেন্সিয়াল রেসে উঠে আসেন ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এক্সিট পোলও এগিয়ে রেখেছিল হ্যারিসকে। কিন্তু সব হিসেব নিকেশকে ভুল প্রমান করে, মসনদে ট্রাম্প। এবার ভোটে রেকর্ড জয় পেলেন তিনি।
ট্রাম্পের জয়ে উচ্ছসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দিল্লির থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছতে একটুও দেরি হয়নি। সমাজমাধ্যমে অভিনন্দন জানানোর পর ফোনও করেছিলেন ‘বন্ধু’ ট্রাম্পকে। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞেরা মনে করছেন, কেবল ভোটে জয়ের পর অলিখিত প্রোটোকল মেনে শুভেচ্ছাবার্তা নয়, ট্রাম্প ২.০-তে ভারতের ঘরে-বাইরে খুশি হওয়ার একাধিক কারণ আছে, তাই উচ্ছ্বাস স্বাভাবিক। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয় বাইডেনের আমলে। দিকে দিকে উঠেছে ভারত বিরোধী স্লোগান। অনেকে কয়েকমাস আগে বাংলাদেশে অস্থিরতার পিছনে সিআইএ-কেও দায়ী করেছিলেন। সেই অবস্থান থেকে সরে আসার দাবি করেছেন ট্রাম্প এবং বাংলাদেশ ইস্যু যে তাঁর কাছে গুরুত্বপূর্ণ ইস্যু, তা স্পষ্ট করেছেন ট্রাম্প। বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতায় জানিয়েছেন তিনি।
যুদ্ধের হাওয়া পশ্চিম এশিয়াতেও, ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ চলছে এক বছরেরও বেশি সময় ধরে। এখন ইরানও এই যুদ্ধের অংশ। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বারবার ভাবিয়েছে ট্রাম্পকে। তিনি বারবার বলেছেন, তিনি যুদ্ধ বিরোধী, এবং তিনি এই যুদ্ধ বন্ধ করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন। কোন পথে শান্তির বার্তা দেবেন ট্রাম্প তাকিয়ে গোটা বিশ্ব।
ট্রাম্প নির্বাচনী প্রচারে বারবার বলেছেন আমেরিকাকে আবার মহান রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা। কোন পথে আবার ‘গ্রেট’ হবে আমেরিকা? আর কোন পথে প্রবাসী ভারতীয়দের ভবিষ্যৎ? তাঁরাও কি ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে চেয়েছিলেন ট্রাম্পকে? আমেরিকান ড্রিম কি বাস্তবে রূপান্তরিত হবে ট্রাম্প ২.০ জমানায়? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ _*TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘পুনশ্চ ট্রাম্প!’। ১০ নভেম্বর, ২০২৪, রবিবার রাত ১০ টায়।*_
0 Comments