#প্রিয়চিত্রসাথী নিউজ💐
মাতৃ আরাধনায় গোটা বাংলা জুড়ে আলোকিত পরিবেশ।থিম পুজোর ভিড়ে একটু হলে ও অন্যরকম পুজোর ভাবনায় কসবা যুবক সংঘর দুর্গা পুজো। কাশফুলের দোলায় দশভূজা মায়ের মর্তে আগমন যেন প্রতিটা মানুষ ও প্রাণীকুল শান্তি ও সুস্থ ভাবে বেঁচে থাকে।বাঙালিয়ানা কে বজায় রেখে তাই দেবী দুর্গার এই পুজোতে মেতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দ মেতে উঠেছে।
মহালয়া থেকেই বেশির ভাগ পুজোর ঠাকুর প্যান্ডেলে চলে এসেছে। শুধু তাই নয় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে অনেকেই। বুধবার কসবা যুবক সংঘে পরিচালনায় শ্রী শ্রী সার্বজনীন দুর্গ উৎসবে শুভ উদ্ভোধন হল। কসবা ৬৩,নং কুমোর পাড়া লেনে,এই পুজো অতি জনপ্রিয়। বহু বছর ধরে হয়ে আসছে তাঁদের এই পুজো। পুজো উদ্যোগে রয়েছে সম্পাদক রাজেশ দাস, মিন্টু মন্ডল, রবি সরদার, কোষাধক্ষ অরুন দাস সহ আরও অনেকে। বাঁশ কাপড় দিয়ে মাটির মাতৃ প্রতিমায় কসবা যুবক সংঘের পুজো একেবারে জম জমাট। তবে এই পুজো শুভ উদ্ভোধন করেন পৌরপিতা বৈশ্বানর চট্টোপাধ্যায়, ও পৌরমাতা চৈতালি চট্টোপাধ্যায় এ হাত দিয়ে।
কসবা যুবক সংঘের প্রতিটি সদস্যরা মিলে এই পুজো পরিচালনা করছেন বেশ আন্তরিকতা র সাথে।
একবার এখানকার ঠাকুর প্যান্ডেল দর্শন করে আসতেই পারেন।
0 Comments