6/recent/ticker-posts

আলিপুর প্রশাসনিক ভবনে পালিত হোল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন২০২৩


#প্রিয়চিত্রসাথী নিউজ💐

আজ, ৮ই সেপ্টেম্বর, ২০২৩  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সেই উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা  দপ্তরের সহযোগিতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের অফিসে অনুষ্ঠিত হয়। প্রথমে অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারী) শ্রীমতী অদিতি চৌধুরী (আই.এ.এস) একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন। এই পদযাত্রায়  ট্রেজারী অফিসার শ্রী রঞ্জিত মন্ডল, অতিরিক্ত ট্রেজারী অফিসার শ্রীমতী অমৃতা মল্লিক ও শ্রীমতী শতরূপা বোস, জেলা উদ্যানপালন অধিকর্তা ড: প্রদীপ্ত দত্ত, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক শ্রী সুচাঁদ চট্টোপাধ্যায় এবং জনশিক্ষা প্রসার দপ্তরের অধীনে থাকা এইডেড এডুকেশনাল হোম ও স্পনসরড স্পেশাল স্কুলের আবাসিক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। 
পদযাত্রা শেষে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধের সূচনা হয়। এই সময় পূর্বোক্ত ব্যক্তিবর্গ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (এল. আর) শ্রী নীতিশ ঢালি, ডেপুটি এল. আর শ্রী সিদ্ধার্থ গুই এবং জেলা গ্রন্থাগার আধিকারিক শ্রী সুমন্ত্র বন্দ্যোপাধ্যায় মহাশয়। এইডেড এডুকেশনাল হোম ও স্পনসরড স্পেশাল স্কুলের আবাসিক ও ছাত্রছাত্রীরা, যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উল্লেখযোগ্য নম্বর পেয়ে জেলায় স্থান অধিকার করেছে, তাদের পুরস্কৃত করা হয়। তাছাড়াও আবাসিক ও ছাত্রছাত্রীরা গান, নাচ, আবৃত্তি ও নাটকের মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শিক্ষার গুরুত্ব নিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই দপ্তরের অধীনে থাকা শিল্পীবৃন্দ একটি পুতুল নাচের আয়োজন করেন। অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Post a Comment

0 Comments