#প্রিয়চিত্রসাথী নিউজ💐💐
সোমবার বিশ্বকর্মা পুজোর পরেই মঙ্গলবার গনেশ চতুর্থী উপলক্ষে সনাতনী হিন্দুদের সুখ ও সমৃদ্ধির দেবতা গণেশের পুজোয় মেতে উঠলো।দেশের প্রতিটি স্থানে চলছে এই গনেশ পুজো।বিশেষ করে মহারাষ্ট্র তে মহা ধুমধাম করে অনুষ্ঠিত হলে ও পিছিয়ে নেই বাংলা।তাই কলকাতার শিয়ালদহ গোমেশ লেনের প্রবীণ নবীন সংঘ র পুজো এবছরে ১৫তম বর্ষে পড়লো।সবার আন্তরিকতা র ছোঁয়ায় এই পুজো নবীন ও প্রবীণদের একসাথে নিয়ে এই পুজো সুচারু ভাবে করে চলেছে।নিজেদের ব্যাক্তিগত উদ্যোগে এই পুজো চলে আসছে বলে জানান মিলন পান।তার ও গুটি কয়েকজনের উৎসাহে এই পূজোর শুরু হয় ২০০৯ সালে।সনাতন ধর্মের মানুষের কাছে এই পুজোর গুরুত্ব অনেক।গণেশের জন্মউৎসাব গনেশ চতুর্থী নামেই পরিচিত।এই পুজো যাঁদের অক্লান্ত পরিশ্রমে সফল ভাবে এগিয়ে চলেছে তারা হলো মিলন পান,প্রসেনজিৎ ঘোষ,ভাস্কর সিং,অতনু মুখার্জী,উজ্বল কুন্ডু,উৎপল কুন্ডু,আলেখ্য ঘোষ,অমিত মল্লিক,অর্জুন মুখার্জী,রামজীবন রায়,সুরজিৎ পরামানিক প্রমুখরা।
১০৮টি গণেশের নাম জব করলে প্রসন্ন হয় দেবতা।তাই এই পুজো বাঙালিদের কাছে ভক্তি শ্রদ্ধায় সর্বদা এগিয়ে।
প্রতি বছর প্রবীণ নবীন সংঘর এই পুজো সুচারু ভাবে হয়ে এগিয়ে চলুক এই কামনা করি।
0 Comments